Blog Img
Movie & Series review

***হালকা স্পয়লার***

এই ডার্ক সিরিজটা অনেকের কাছে খুব জটিল। খাতা কলম দিয়েও হিসাব মিলাতে পারেনা। কিন্তু এটা যেভাবে দেখিয়েছে ৩৩ বছর পর পর এই তিনটা টাইমলাইন এবং যখন সিজন শেষ হচ্ছে তখন আরো একটি এডিশনাল টাই‌মলাইন‌ ঢুকিয়ে মানুষের মাথা এমন কনফিউজ করেছে, পুরাই অন্য লেভেল এ নিয়ে গেছে। আমার মনে হয় ডার্ক এর হিসাব মিলানোর একটা সহজ উপায় আছে। প্রতিটা চরিত্রের তিনটি করে টাইমলাইন দেখানো হয়েছে। এই চরিত্রগুলোর বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ বুঝতে পারলেই এই সিরিজটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। কিন্তু জটিল হলো প্রতিটা চরিত্রের বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ মনে রাখাটা। আর এই সিরিজ দেখতে বসলে, এ টু জে ফুল এটেনশন দিয়ে দেখতে হবে। তা নাহলে সব মাথার উপর দিয়ে চলে যাবে, কিছুই বুঝবেন না। আর এই ডার্ক সিরিজটা যে বুঝবে, সে পৃথিবীর সব মুভি টিভি সিরিজ বুঝতে পারবে বলে আমি মনে করি। পার্সোনালি গল্পটা আমার কাছে দারুন লেগেছে। আর গল্পের শেষের দিকে এমন একটি টুইস্ট রয়েছে যেটা আপনাকে চমকে দিবে। যারা এখনো দেখেননি মাস্ট ওয়াচ 🖤

Subscribe to our Blogging Community

Sign up for free and be the first to get notified about new posts.